শনিবার ০৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৪ মার্চ ২০২৫ ২১ : ৩০Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: টাফে (টিএএফই) হল শীর্ষস্থানীয় ট্র্যাক্টর প্রস্তুতকারক সংস্থা ট্র্যাক্টরস অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড। এবছর ডঃ লক্ষ্মী ভেনুকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে এই সংস্থা। সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে ডঃ লক্ষ্মী ভেনু সংস্থার প্রবৃদ্ধি ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মনে করা হচ্ছে।
টাফে-এর চেয়ারম্যান ও এমডি মল্লিকা শ্রীনিবাসন বলেন, “ডঃ লক্ষ্মী আমাদের নেতৃত্ব স্থানীয় নীতি নির্ধারক দলের এবং টাফে-এর বোর্ডের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর প্রভাবশালী অবদানের প্রতি আস্থা রেখে বোর্ড তাঁকে সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করতে পেরে আনন্দিত। ভবিষ্যতে আরও উন্নতির উপর দৃষ্টি নিবদ্ধ করে তাঁর নেতৃত্বের কাঁধে ভর দিয়ে, টাফে-এর সঙ্গে তাঁর এক গুরুত্বপূর্ণ যাত্রার দিকে আমরা তাকিয়ে আছি। তাকিয়ে আছি 'কাল্টিভেশন অফ দ্যা ওয়ার্ল্ড'-এর দৃষ্টিভঙ্গির প্রতি তাঁর সহযোগিতামূলক, মূল্যবোধ-ভিত্তিক চিন্তাভাবনাকে কাজে প্রয়োগ করতে। বোর্ড এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমরা তাঁকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।”
ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে ডক্টরেট ডিগ্রিধারী ডঃ লক্ষ্মী, ২০২৩ সালে বিজনেস টুডে-এর 'ব্যবসায় সবচেয়ে শক্তিশালী নারী'-এর স্বীকৃতি পেয়েছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে, ডঃ লক্ষ্মী টাফে-এর কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য বোর্ড এবং ম্যানেজমেন্টের সঙ্গে মিলে একত্রে কাজ করবেন। অপারেশনাল এফিশিয়েন্সি এবং মার্কেট এনগেজমেন্টে ভারসাম্য রক্ষার দক্ষতা, এবং প্রোডাক্ট সম্পর্কে ভাল জ্ঞান, তাঁকে টাফে-তে নেতৃত্ব দেওয়ার জন্য ব্যতিক্রমীভাবে উপযুক্ত করে তোলে।
টাফে, একটি শীর্ষস্থানীয় ট্র্যাক্টর প্রস্তুতকারক সংস্থা, বার্ষিক এক লক্ষ আশি হাজারের বেশি ট্র্যাক্টর বিক্রি করে এবং আশিটিরও বেশি দেশে ট্র্যাক্টর রপ্তানি করে। একটি শক্তিশালী ডেলিভারি নেটওয়ার্ক এবং টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কারণে এবং ডঃ লক্ষ্মীর নেতৃত্বে টাফে এবার বৃদ্ধি এবং সাফল্যের মুখ দেখবে বলে আশা।